আমঝুপিতে আবারো ডাকাতদলের হানা : প্রতিরোধের মুখে ডাকাতদলের পলায়ন

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপি গ্রামসহ একই ইউনিয়নের বিভিন্ন গ্রামগুলোতে প্রায় রাতে ডাকাতিসহ চুরির ঘটনা ঘটছে। গত সোমবার রাত ১টার দিকে আমঝুপি শেখপাড়ার নজরুল ইসলামের ছেলে ওষুধব্যবসায়ী বাবুর আলীর বাড়ি ১৫/১৬ জনের ডাকাতদল হানা দেয়। এ সময় মোবাইলফোনে বাবুর আলীকে ঘর খুলতে বলে এবং ১ লাখ টাকা চাঁদাদাবি করে। বাবুর আলীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদল পাশের মাঠ দিয়ে পালিয়ে যায়। এদিকে একই রাতে আমঝুপির হাটে অবস্থিত মৃত জান মোহাম্মদের ছেলে কুদ্দুস আলীর দোকান ভেঙে নগদ ১০হাজার টাকা এবং মৃত খাদিম মোড়লের ছেলে শাহিনের দোকান ভেঙে দোকানে থাকা সকল মুদির সামগ্রী নিয়ে যায়।