মাথাভাঙ্গা অনলাইন ঃ আগামি অক্টোবরের মধ্যে থ্রিজি সেবা চালু করবে দেশের অন্যতম মোবাইল অপারেটর কোম্পানি ররি। মঙ্গলবার দুপুরে রাজধানীর রুপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন রবি আজিয়াটা লিমিটেডের সিও মাইকেল কোয়েনা। অক্টোবরের মধ্যেই রবি’র ৪০ শতাংশ গ্রাহক পাবেন থ্রিজি সুবিধা।
মাইকেল কোয়েনা বলেন, রবি থ্রিজি সেবা চালু করতে ২০ মিলিয়ন ডলার নতুন করে বিনিয়োগ করবে। গ্রাহককে সেরা সার্ভিস দিতে রবি সব ধরনের কারিগরি প্রযুক্তি ব্যবহার করবে।