আলমডাঙ্গা কলেজপাড়া সুপার লিগ ক্রিকেট ইতিহাসের হিরো জয়ী

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডিগ্রি মাঠে অনুষ্ঠিত  কলেজপাড়া সুপারলিগ ক্রিকেটে ইতিহাসের হিরো ১০ রানে অলস্টার বয়েজ ক্লাবকে পরাজিত করেছে। গতকাল সোমবার কলেজমাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ইতিহাসের হিরো সংগ্রহ করে ১৫৩ রান।

জবাবে অলস্টার বয়েজ ক্লাব ১৪৪ রানে অল আউট হয়। ফলে ইতিহাসের হিরো ১০ রানে জয়লাভ করে। বিজয়ী দলের আশরাফুল ৩১ রান ও ৩ উইকেট দখলের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। খেলাটি পরচালনা করেন নাইম ইসলাম, ইউকে জয় ও মিলন শাহ। আজ একই মাঠে মুখোমুখি হবে জেড চ্যালেঞ্জার ও ইতিহাসের হিরো।