মহেশপুরে জামায়াতের দু নেতা গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের দুজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার জাগুসা ও সামন্তা কঠিপাড়া গ্রাম থেকে মিনাজ উদ্দীন (৪০) ও সিরাজুল ইসলামকে (৫০) গ্রেফতার করে। মিনাজ উদ্দীন নাটিমা ইউনিয়নের জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও কর্ম পরিষদ এবং নাটিমা মাদরাসার শিক্ষক। সে জাগুসা গ্রামের ইরাদ আলীর ছেলে। সিরাজুল ইসলাম সামন্তা কুঠিপাড়ার মোবারক বিশ্বাসের ছেলে। দুজনই জামায়াতের সক্রিয় নেতা বা কর্মী। এরা দুজনই মহেশপুর থানায় স্বাধীনতা ভাষ্কর্য্য ভাঙচুর, মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর, আওয়ামী লীগ অফিস ভাঙচুর, পুলিশের ওপর হামলা, উপজেলা নির্বাহী অফিসেরর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।