মাথাভাঙ্গা মনিটর: ভারতের উত্তর প্রদেশের মুজাফফর নগরে দুটি সম্প্রদায়ের মধ্য সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত ব্যক্তি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো গতকাল রোববার জানিয়েছে, গত শনিবার বিকেল থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে আটক করা হয়েছে। সহিংস এলাকায় সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কোন দুটি সম্প্রদায়ের মধ্যে এ সংঘর্ষ বেধেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন সাংবাদিকও রয়েছেন। রাজেশ বার্মা নামে একজন প্রতিবেদকের পরিচয় পাওয়া গেলেও চিত্রগ্রাহক আরেক সাংবাদিকের নাম জানা যায়নি। সহিংসতা ঠেকাতে মুজাফফরনগর ও তার আশপাশের এলাকাগুলোতে এক সপ্তার জন্য কার্ফ্যু জারি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে গোটা উত্তর প্রদেশে। তারপরও গতকাল রোববার শাহাপুরে পুলিশ স্টেশন এলাকায় গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। জানা গেছে, গত ২৭ আগস্ট কাওয়ালে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হওয়ার জের ধরে শনিবার মুজাফফরনগরে সহিংসতা ছড়িয়ে পড়ে। উত্তর প্রদেশের নিরাপত্তা কর্মকর্তা অরুণ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জনৈক নারীর নিপীড়নের ঘটনাকে কেন্দ্র করে ২৭ আগস্ট সহিংসতার ঘটনা ঘটে। তবে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এছাড়া সহিংসতা হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।