বিদ্যুতের লোডশেডিং কমানো ও উপকেন্দ্র স্থাপনের দাবিতে গাংনীর বামন্দীতে মানববন্ধন

 

গাংনী প্রতিনিধি: বিদ্যুতের লোডশেডিঙের প্রতিবাদে এবং প্রস্তাবিত বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের দাবিতে মেহেরপুর গাংনী উপজেলার বাণিজ্যিক এলাকা হিসেবে খ্যাত বামন্দী বাজার এলাকায় মানববন্ধন করেছেন গ্রাহকরা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে তিন ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে গ্রাহকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

গ্রাহকদের অভিযোগ, বামন্দী এলাকায় ২৪ ঘণ্টায় লোডশেডিং থাকে ১০-১২ ঘণ্টা। এ এলাকার গ্রাহকদের বিদ্যুত নিশ্চিত করার লক্ষ্যে কয়েক বছর আগে থেকে একটি উপকেন্দ্র নির্মাণের ঘোষণা দেয় মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি। কিন্তু আজও তা নির্মাণ করা হয়নি। তাই দাবি পূরণ না হলে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচির হুমকি দেন বক্তার। বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি পেশ করা হয়।