টিপ্পনী:

খবর: (মন্ত্রীদের সম্পদের হিসাব অজানাই থেকে গেলো)

মিনিস্টারের টাকার খামাল
সবখানে শেয়ার আছে,
ক্ষমতাধর মানুষ তারা
হিসাব নেয়ার কে আর আছে?

কোটি কোটি টাকা কামায়
ভিনদেশে তার ডলার আছে,
এদেশে যায় সে দেশে যায়
কারোর কিছু বলার আছে?

ওরা দেশের মামু-খালু
হিসাব দেবে কেন?
হায়রে কপাল ভূতের মুখে
রাম নাম সব যেন।

-আহাদ আলী মোল্লা