জনগনের প্রতিরোধের মুখে মেহেরপুরের হিজুলী গ্রামে ডাকাতির প্রচেষ্টা ব্যর্থ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামে জনগনের প্রতিরোধের মুখে ডাকাতর প্রচেষ্টা ব্যর্থ হয়। ঘটনাটি ঘটে গত শনিবার মধ্যরাতে।

জানা গেছে, শনিবার রাত ২টার দিকে ১২/১৪ জনের অস্ত্রধারী একদল ডাকাত মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের মৃত খবির মালিথার ছেলে নিহাজ মালিথার বাড়িতে ডাকাতি প্রস্তুতি নিয়ে বাড়ির দরজা খোলার চেষ্টা করে। ওই সময় গৃহকর্তা ব্যাপারটা বুঝতে পেরে মোবাইলফোনে গ্রামের লোকজনদের জানিয়ে দেন। গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদলকে ধাওয়া করে। বেগতিক দেখে ডাকাত দল মাঠ দিয়ে পালিয়ে যায়। মাত্র কয়েক দিন আগে একই গ্রামের মণ্ডলপাড়ার ছামছুদ্দিনের ছেলে সানোয়ার হোসেনের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে এলাকায় ডাকাতের আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।