স্টাফ রিপোর্টার: জাতীয় দৈনিকে চটকদার বিজ্ঞাপন- প্রবাসী পাত্রীর পাত্র চাই, কিংবা চাই বিদেশ যেতে আগ্রহী এমন কোনো পাত্র। যোগাযোগ করলে দেখানো হতো ভিসা লাগানো পাসপোর্ট ছাড়াও পাত্রীর ছবি। কাউকে সশরীরেও করা হতো হাজির। এমনই ঘটকালি ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ পাতা একটি চক্রের আট সদস্যকে গত শনিবার গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ম্যারেজ মিডিয়া নামে ওই প্রতিষ্ঠানটি থেকে গ্রেফতারদের মধ্যে চারজনই নারী। ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যায় বাড্ডার আফতাবনগরের ইস্টার্ন হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরা হলেন- এরশাদ (৩৮), মো. আলমগীর হোসেন ওরফে বাদশা (৩৪), মো. ইকবাল হোসেন (২৮), মো. জাহাঙ্গীর, (৩৩), আসমাউল হুসনা মিশু (২৪), সাদিয়া মিতু (২৭), সায়লা শারমীন (৩৬) ও সালমা (২৮)। মাসুদুর জানান, ডিবির একটি দল গত শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত শ্যামলী ও আফতাবনগর এলাকায় অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছে আটজন এবং তারা পুলিশকে জানিয়েছে অভিযান চলাকালে তাদের পাঁচ সঙ্গী পালিয়ে যায়।