হরিণাকুণ্ডুর ক্ষুদ্র ব্যবসায়ী দুলালের সর্বস্ব নিয়ে চম্পট

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: এক ক্ষুদ্র মসলা বিক্রেতার সর্বস্ব নিয়ে চোখের আড়ালে চম্পট দেয় এক ব্যক্তি। গতকাল রোববার হরিণাকুণ্ডুর কুলবাড়িয়া বাজারে সন্ধ্যার দিকে কেনা-বেচা শেষে দুলাল নামের এক ব্যবসায়ী নিজের চটের মালপত্র গুছিয়ে রেখে পাশের চায়ের দোকানে বসে চা পান করছিলো। মুহুর্তের মধ্যে কোনো একজন তার ২০ কেজি রসুন, ১০ কেজি পেঁয়াজ এবং ৫ কেজি মরিচ নিয়ে চোখের আড়ালে সটকে পড়ে। সর্বস্ব খোয়ানো ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী জানান, তার দু হাজার টাকার পেঁয়াজ, রসুন ও মরিচ নিয়ে চোর বেটা ভেগে যায়। দুলাল শেষ পর্যন্ত হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফেরে।