মেহেরপুরের শুভরাজপুরে পথসভায় এমপি জয়নাল আবেদীন

যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নল আবেদীন বলেছেন, যেকোনো মূল্যে মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করতে অনেকেই হিংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাদের এ হিংসাত্মক কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। সংসদ সদস্য জয়নাল আবেদীন গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের মোড়ে এক পথসভায় একথাগুলো বলেন। আইনশৃঙ্খলা সংক্রান্ত পথসভায় আরো বক্তব্য রাখেন রামদাসপুর ক্যাম্প ইনচার্জ এএসআই আশরাফ।