ঝিনাইদহে ইজিবাইক চালককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শফিকুল ইসলাম মনা (৩৫) নামে এক ইজিবাইক চালককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠায়। সন্ত্রাসীরা অন্য কোনো স্থান থেকে তাকে ধরে এনে হত্যা করে বিলের ধারে ফেলে রেখে যেতে পারে বলে পুলিশের ধারণা। নিহত শফিকুল ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর উত্তরপাড়ার সিরাজুল ইসলামরে ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, শনিবার বিকেলে শফিকুল ইসলাম মনা বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। এলাকাবাসী গতকাল রোববার বেলা ১০টার দিকে বুড়োর বিলের একটি ধানক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় শফিকুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা থানায় খবর দেয়। তার হাত দুটি বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়াও তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ এখনো তা জানতে পারেনি। এদিকে নিহত শফিকুল ইসলাম মনার ইজিবাইকটি পৌর এলাকার মোশাররফ হোসেন কলেজের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।