মাথাভাঙ্গা অনলাইন : খুলনা শিপইয়ার্ডকে স্বাধীনতা পদক দেয়ার জন্য সুপারিশ করেছে সরকারি প্রতিষ্ঠান তদারকি কমিটি।
শনিবার সকালে এ কমিটি নৌবাহিনী পরিচালিত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিংকালে এ তথ্য জানায়।
শিপইয়ার্ড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সরকারি প্রতিষ্ঠান তদারকি কমিটি সদস্য খান টিপু সুলতান এমপি, বীরেন শিকদার এমপি, এসকে আবু বাকের এমপি, মইন উদ্দীন খান বাদল এমপি ও শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর রিয়াজ উদ্দিন আহমেদ।
কমিটির সদস্যরা শিপইয়ার্ডের উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রতিষ্ঠানটি সম্প্রসারণের জন্য বাগেরহাটের জয়মণিতে যে প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়নের জন্য সরকারকে তাগিদ দেয়া হবে।”
এক সময়ের লোকসানি প্রতিষ্ঠান শিপইয়ার্ড গত বছর ৪০ কোটি টাকারও বেশি লাভ করেছে। সিই সঙ্গে সরকারকে ২০ কোটি টাকারও বেশি রাজস্ব প্রদান করেছে।