স্ত্রীর দায়ের করা মামলা তুলে নিতে শ্বশুরকে হত্যার হুমকি : মেহেরপুর থানায় ডায়েরি

 

মেহেরপুর অফিস: নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা তুলে নিতে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের কতিপয় দুর্বৃত্ত মেয়ের পিতাকে খুন ও লাশ গুম করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়ের পিতা মুকুল হোসেন ৩ জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের মুকুল হোসেনের মেয়ে শাবনুর খাতুন ওরফে রিয়া তার নানা ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার দামদারপুর গ্রামের ওরজেত আলী মোল্লার বাড়িতে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বসবাস করে। পরে তাদের তত্ত্বাবধানে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের সিরাজের ছেলে মামুনের (২৫) সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে মামুন তার স্ত্রী রিয়ার কোনো খোঁজখবর না নেয়ায় রিয়া বাদী হয়ে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। ওই ঘটনায় পুলিশ মামুনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। রিয়ার দায়ের করা মামলা তুলে নিতে মামুনের নির্দেশে একই গ্রামের মৃত আত্তাবের ছেলে ফরজ ও ঘেনা রিয়ার পিতা মুকুলকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। এ ঘটনায় মুকুল বাদী হয়ে ওই ৩ জনের বিরুদ্ধে মেহেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।