সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা অর্থমন্ত্রীর

 

abul-malsmbg20130907034113 মাথাভাঙ্গা অনলাইন : আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ‍অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বর্ধিতকরণ ও কবি নজরুল অডিটোরিয়ামের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।
এ সময় তিনি আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহীদ মিনারে কাজ শেষ করার নির্দেশ দেন।
এরপর তিনি রিকাবী বাজারে অবস্থিত কবি নজরুল মিলনায়তনে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সরকারের বর্তমান মেয়াদের মধ্যে এর কাজ শেষ হবে বলে ঘোষণা দেন।
বিকেলে ৪টায় সুরমা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মন্ত্রী এর আগে শাহজালাল বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে  দুপুর ১টায় অবতরণ করেন