মাথাভাঙ্গা অনলাইনঃ কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনসহ গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার সন্ধ্যায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, “আওয়ামী সরকার অন্যায়ভাবে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতার করে দীর্ঘদিন ধরে নির্যাতন করছে। একের পর এক মিথ্যা মামলায় তার ৫৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়েছে। দেশের জনপ্রিয় ও বৃহত্তম ছাত্র সংগঠনের সর্বোচ্চ নেতাকে নির্মম নির্যাতন করে এ সরকার প্রতিহিংসার পরিচয় দিচ্ছে। ”
শিবির সেক্রেটারি বলেন, ‘‘সরকার পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে দমনের লক্ষে কাজ করে যাচ্ছে। তাই সরকার নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন করছে। এতো নির্যাতনের পরেও ছাত্রশিবির ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রেখেছে। কোনো বাধাই ছাত্রশিবিরকে গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা থেকে বিরত রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আমরা রোববারের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিকে সফল করতে দেশের আপামর ছাত্র সমাজকে আহ্বান জানাচ্ছি।”-(মাথাভাঙ্গা এম.এম)