স্টাফ রিপোর্টার: মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইয়ুব হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শনিবার দুপুর দু’টার দিকে এ ঘটনা ঘটে। আইয়ুব হোসেন সদর উপজেলার বেলনগর এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান , দুপুরে আইয়ুব হোসেন বাড়ির পাশের ধান ক্ষেতে বিদ্যুৎ চালিত সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।মাগুরা সদর উপজেলার কসুন্দি ইউনিয়নের (ইউপি) চেয়াম্যান বাকি বিল্লাহ সান্টু বিষয়টি নিশ্চিত করেছেন।