স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শাহীন মিয়া (৪০) নামে একটি স্টুডিও মালিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। একটি মাইক্রোবাসে করে আসা কয়েকজন দুর্বৃত্ত সকালে স্টুডিওতে প্রবেশ করে হত্যাকাণ্ড শেষে পালিয়ে যায়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালমর্গে পাঠায়। নিহত শাহীন সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের আবদুল জব্বারের ছেলে। সোনারগাঁও থানার এসআই বেলায়েত ও হাবিব জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে শাহীনের প্রিন্স স্টুডিও নামের একটি স্টুডিও রয়েছে। সকালে অন্যদিনের মতোই স্টুডিও খোলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সকাল ১১টার দিকে একটি শাদা মাইক্রোবাসে করে এসে কয়েকজন যুবক স্টুডিওতে প্রবেশ করে শাহীনকে ছবি তোলার কথা বলে ভেতরের রুমে নিয়ে যায়। পরে ওই যুবকরা দ্রুত স্থান ত্যাগ করে। দুপুর একটার দিকে শাহীনের ভাই জুয়েল দোকানে এসে তার ভাইয়ের লাশ রক্তাক্ত অবস্থায় দোকানের ভেতরে পড়ে থাকতে দেখতে পান। পরে আশপাশের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, দুর্বৃত্তরা শাহীনকে গলা কেটে হত্যা করেছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।