দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী মাদরাসাপাড়ায় জমিজমা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে বড় ছোট ভাইয়ের রামদার কোপে বড় ভাই নিহত হয়েছেন। এ সময় তার ভাবী গুরুতর আহত হয়েছেন।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতখালী মাদরাসাপাড়ার মোশারফ হোসেনের ৪ ছেলে মিঠু, সোহেল, টিপু ও বিপ্লব তাদের স্থানীয় বাজারের জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়ার এক পর্যায়ে মিঠু ও সোহেলকে টিপু ও বিপ্লব রামদা দিয়ে উপর্যুপুরি আঘাত করতে থাকে। মাথায় আঘাত পেলে সোহেল মাটিতে লুটিয়ে পড়লে মিঠু পালিয়ে যায়। এ সময় মিঠুর স্ত্রী কোহিনুর এগিয়ে এলে তাকেও রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে টিপু ও বিপ্লব পালিয়ে যায়। এরপর দ্রুত আহতদের দৌলতপুর হাসপাতালে নেয়ার পথে সোহেল (৩০) মারা যান এবং তার ভাবী কোহিনুরকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।