কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সীমান্তের ৯২ মেন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমন্তে চোরাচালান বন্ধ, নারী ও শিশু পাচাররোধে সীমান্তে পিলার চেকিং ও দু দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাবসহ নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। বিজিবি দলের নেতৃত্ব দেন মুন্সীপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবু লাউস ও ১১৩ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন নদীয়া জেলার চাপড়া থানার মধুপুর বিএসএফ’র পরিদর্শক এসআই জগদ্বীশ প্রশাদ সিং।