দর্শনা রেলইয়ার্ডে চুরি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার

 

দর্শনা অফিস: দর্শনা মোবারকপাড়ার অভিযুক্ত চোর শাহরুল ইয়ার্ডে চুরি করতে গিয়ে গ্যাঁড়াকলে পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার পিয়ার আলীর ছেলে শাহারুল ইয়ার্ডের মালবাহী ওয়াগন থেকে চুরির করার সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে। শাহারুলকে উত্তমমাধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে শাহারুল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ঘটনার মোড় ঘুরানোর অপচেষ্টা চালিয়েছে। নিজেকে রাজনৈতিক দলের সদস্য দাবি করা হলেও এর প্রতিবাদ জানিয়েছেন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক আলামিন। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, শাহারুল এলাকার একজন চিহ্নিত চোর। সে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে। তাকে কোনো রাজনৈতিক দলের সদস্যরা মারধর করেনি।