খবর: (সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে রাস্তায় গাছ ফেলে ছিনতাই)
ডাকাত বাবু চোর বাবুরা
আছে পথে দাঁড়িয়ে,
মালপানি দাও মালপানি দাও
বোলছে দু হাত বাড়িয়ে।
ওদের হাতে অস্ত্র আছে
কেমনে যাবেন ভাড়িয়ে,
খুনোখুনি করবে ছেড়ে
গেলেই খানিক মাড়িয়ে।
বললে কিছু লাভ হবে না
ধরবে ওরা তাড়িয়ে,
খুনের ভয়ে পয়সা দিতে
গেলাম শেষে ঘাড়িয়ে।
-আহাদ আলী মোল্লা