স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের খানপুর বরফকল এলাকায় ‘আনোয়ারা নিট’ নামের একটি রফতানিমুখী গার্মেন্টস কারখানা থেকে স্টোর কিপার নূর নবীর (৪৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্টোর রুমে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। নূর নবী সিরাজগঞ্জ জেলার মৃত আব্দুস সোবহানের ছেলে। তিনি শহরের নগর খানপুর এলাকার একটি মেস বাসায় ভাড়া থাকতেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই নিয়াজুল ইসলাম জানান, নূর নবীর পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। তবে চিরকুটটি তার লেখা কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। আনোয়ারা নিট গার্মেন্টসের মহাব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, ২০০৭ সাল থেকে নূর নবী তাদের প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা আমাদের কাছে বোধগম্য না।