মাথাভাঙ্গা মনিটর: গত চার দিনে কোলকাতার একটি সরকারি শিশু হাসপাতালে কমপক্ষে ৩১ শিশুর মৃত্যু ঘটেছে। এ নিয়ে কোলকাতায় হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা ২৫০-এ গিয়ে ঠেকলো। এ জন্য ক্ষুদ্ধ মা-বাবারা হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দুষলেন। এ নিয়ে বিসি রায় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিউট (পিজিআই) অব প্যাইডিয়াট্রিক সায়েন্সেসের ডাক্তাররা বললেন, এখানে বেশিরভাগ শিশুকেই অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয়। উদ্বিগ্ন এক পিতা বললেন, নার্সরা আমাদের কথা শুনছে না। তারা ভুল চিকিৎসা দিচ্ছে। যে কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক বিশেষ টাস্কফোর্সের চেয়ারম্যান ডা. ত্রিদেব বন্দোপাধ্যায় বাবা-মায়েদের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বললেন, সেবা দিতে ডাক্তাররা সবসময়ই তৎপর। কিন্তু গুরুতর অবস্থায় শিশুদের নিয়ে আসার জন্য অনেক সময় তাদের বাঁচানো সম্ভব হয় না। এ ব্যাপারে ডাক্তারদের অবহেলার কোনো ঘটনা ঘটেনি। ২০১১ সালের অক্টোবরে একই হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে ১৮ শিশুর মৃত্যু ঘটে। এ নিয়ে সরকার তদন্তের আদেশ দেয়। তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহেলার অভিযোগ থেকে অব্যহতি দিয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে নতুন সুযোগ-সুবিধা যুক্ত করার আদেশ দেয়া হয়।