মাথাভাঙ্গা ানলাইন : ভারতের কলকাতার বিসি রায় হাসপাতালে গত চার দিনে ৩২টি শিশু মারা গেছে। এসব শিশু অপুষ্টিতে ভুগছিল বলে কোনো কোনো সূত্র থেকে জানানো হয়েছে।
তবে, বিসি রায় হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, অন্যান্য হাসপাতাল থেকে মারাত্মক অসুস্থ শিশুদের রেফার করে পাঠানোয় মৃত্যুর সংখ্যা বেড়েছে।
শিশুমৃত্যু প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকারের গঠন করা টাস্ক ফোর্সের প্রধান ত্রিদিপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, অনেক ক্ষেত্রে দায়িত্ব এড়াতেই মুমূর্ষু শিশুদের বিভিন্ন হাসপাতাল থেকে বিসি রায়ে পাঠিয়ে দেয়া হয়।
এদিকে, শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখার জন্য পশ্চিমবঙ্গ সরকার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
অবশ্য এসব মৃত্যুর ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে গাফিলতির কথা অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।
ভারতের অন্যতম দারিদ্রপীড়িত রাজ্য পশ্চিমবঙ্গে অপুষ্টিজনিত কারণে শিশুমৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত মে মাসেও মালদা জেলায় ১৬টি শিশু মারা গেছে