স্টাফ রিপোর্টার: ঢাকার মণ্ডলপাড়ার আব্দুর রশিদরে ছেলে ডেন্টাল ইঞ্জিনিয়র মহাবুল ইসলাম (৩০) অজ্ঞানপার্টির খপরে পড়ে সর্বস্বান্ত হারিয়েছে। গতকাল সকালে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঢাকার গাবতলী থেকে গত শুক্রবার রাত ১০টায় ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্সযোগে চুয়াডাঙ্গার পথে রওনা দেয়। ওই বাসের দু স্টাফ কামাল ও টোটন তাকে অজ্ঞান অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বিকেলে জ্ঞান ফিরলে তিনি জানায়, ফেরিপারা পারের সময় এক অপরিচিত ব্যক্তির দেয়া বিস্কুট খেয়ে সে জ্ঞান হারায়। কাছে থাকা সাত হাজার টাকা ও মোবাইলফোন মাহাবুল হারিয়েছে। মাহাবুল চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাস্ট্যান্ডপাড়ার সোহেলের বাড়িতে আসছিলেন।