দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল ও দুপুরে উপজেলার মহিষকুণ্ডি হাতিশালা ও বাগুয়ান গ্রামে পৃথক এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি হাতিশালা গ্রামের ছিদ্দিক আলীর দু বছর বয়সী ছেলে মাহিম এবং মথুরাপুর ইউপির বাগুয়ান গ্রামের হাসান আলীর তিন বছর বয়সী ছেলে রবিন।
নিহতদের পরিবারসূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলার ছলে জলাশয়ে পড়ে যায় মাহিম। পরে জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, দুপুরে খেলার ছলে বাড়ির পাশের পকুরে পড়ে ডুবে যায় রবিন। পরে তার মৃতদেহ ভেসে ওঠে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।