মাথাভাঙ্গা অনলাইন ঃ চট্রগ্রামের সীতাকুন্ড থেকে ভাসমান অবস্তায় এক ব্যক্তির (৫০) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে কুমিরা ঘাটঘর এলাকায় সাগর থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুন্ড থানা সুত্রে জানা গেছে, কুমিরা ঘাটঘর এলাকায় সাগরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না।
শরীর পঁচে চামড়া উঠে সাদা হয়ে গেছে বলে জানান তিনি।-(মাথাভাঙ্গা এম.এম)