মেহেরপুর আশরাফপুর গোল্ডকাপ ফুটবলে খেলা ড্র

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউপির আশরাফপুর স্কুলমাঠে অনুষ্ঠিত আশরাফপুর গোল্ডকাপ ফুটবলে মেহেরপুর সদর উপজেলার রাজনগর পাবলিক ক্লাব ও দামুড়হুদার খলিশাগাড়ি আবাহনী ক্লাবের মধ্যকার খেলাটি ড্র হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত খেলায় রাজনগর পাবলিক ক্লাব ও খলিশাগাড়ি আবাহনী ক্লাব ১-১ গোলে ড্র করে। খেলায় রাজনগর পাবলিক ক্লাবের সালমান ও খলিশাগাড়ি আবাহনী ক্লাবের মাসুদ একটি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন আনারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন আব্দুস সামাদ ও সার্থক আলী। খেলার ধারাভাষ্য বর্ণনায় ছিলেন আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন।