মাধাভাঙ্গা অনলাইন : মেহেরপুরে এক কোচ ড্রাইভারকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট শুরু করেছে শ্রমিক ইউনিয়ন। শুক্রবার দুপুর ১২টা থেকে জেলায় সব ধরনের প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে পরিবহণ ধর্মঘটের ডাক দেয়ায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী জেআর পরিবহণের ড্রাইভার সাজাহান আলী ফরিদপুরের একটি সড়ক দুর্ঘটনার এজাহারভুক্ত আসামি। আদালত কর্তৃক গেফতারি পরোয়ানা জারি হওয়ায় শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। আটক ড্রাইভারকে ফরিদপুর আদালতে পাঠানো হবে। এ ঘটনায় শ্রমিকদের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া অযৌক্তিক।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু বলেন, “মেহেরপুরের ওসির অসৌজন্যমূলক আচরণ ও ড্রাইভার গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি কতদিন চলবে তা এখনই বলা যাচ্ছে না।”