মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থেকে দেড় লাখ ভারতীয় রুপিসহ ফারুক হোসেন (৩৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত ফারুক মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তের কাজিরবেড় ইউনিয়নের কচুয়ারপোতা গ্রামের ইসমাইল হোসেন ছেলে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকের তার নিজ বাড়ি থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে ফারুক জানিয়েছে, সে টাকা আনা-নেয়ার শ্রমিক হিসেবে কাজ করে থাকে। আটককৃত টাকার মালিক একই গ্রামের কুটি বিশ্বাস। মহেশপুর থানার ডিউটি অফিসার ইসমাইল হোসেন জানান, সীমান্ত এলাকার ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কামরুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার রুপিসহ ওই যুবককে আটক করে। সে ভারতীয় সীমান্তের চোরাচালান সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।