বখাটের ইটের আঘাতে প্রাণ গেল কলেজ ছাত্রীর

 

মাথাভাঙ্গা অনলাইন ঃ এক বখাটের ইটের আঘাতে মারা গেছেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফসারি আক্তার স্বর্ণা (২২) পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পারবিারকি সূত্র জানায়, পাঁচদনি আগে বাংলাদশে কৃষি বশ্বিবদ্যিালয়রে বোটানক্যিাল র্গাডনেে এক বন্ধুর সঙ্গে বড়োতে যান র্স্বণা। এ সময় র্দীঘদনি থকেে তাকে ত্যক্ত-বরিক্ত করে আসা বখাটে আব্দুস সামাদ রাজু সখোনে উপস্থতি হন।

সখোনে র্স্বণার সঙ্গে কথা বলার জন্য তাকে একটু দূরে নয়িে গয়িে ইট দয়িে মাথা ও মুখমণ্ডল থতেলে দয়িে পালয়িে যায় রাজু। (মাথাভাঙ্গা এম.এম)