মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় সাত জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আল-কায়েদার সাথে সম্পৃক্ত এক সিনিয়র হাক্কানি কমান্ডারও রয়েছে। গতকাল শুক্রবার সকালে ওয়াজিরিস্তানের দারগাহ মান্দি গ্রামে ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র হামলায় এ নিহতের ঘটনা ঘটে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই এলাকাটি হাক্কানি নেটওয়ার্কের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। নিউ আমেরিকা ফাউন্ডেশনের এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০ বছরের মধ্যে গত আড়াই বছরে পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলার ঘটনা বেশ কমে এসেছে। ২০১২ সালে ৪৮টি এবং ২০১১ সালে ৭৩টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।