মাথাভাঙ্গা অনলাইন : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের এক ড্রোন হামলায় অন্তত সাত সন্দেহভাজন জঙ্গী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার ভোরে ওয়াজিরিস্তানের গুলাম খান তেহসিল এলাকার দারগা মান্দি গ্রামের একটি বাড়িতে হামলাটি চালানো হয়, পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা ও স্থানীয় বাসিন্দারা এ খবর জানিয়েছেন।বাড়িটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত জঙ্গি মারা যায়।নিহতরা আফগান তালেবানের হাক্কানি নেটওয়ার্কের সদস্য বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বিদ্রোহী বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের ড্রোন বিমানগুলো ওই এলাকায় আকাশে বেশ নিচ দিয়ে উড়ে যাচ্ছে।