দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, কারো কথায় সংবিধান সংশোধন করা হবে না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। আওয়ামী লীগের অবস্থান নড়বড়ে নয় যে, কেউ বললেই তার মুখের কথায় সংবিধান সংশোধন করা হবে। গতকাল শুক্রবার বেলা ১১টায় পদ্মার ভাঙন কবলিত ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৌলতপুর আওয়ামী লীগ একাংশের আহ্বায়ক সরোয়ার জাহান বাদশার সভাপতিত্বে এক পথসভায় তিনি বক্তব্য রাখেন। সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল হক চৌধুরী, শরীফ উদ্দিন রিমন প্রমুখ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে হানিফ বলেন, পদ্মার ভাঙন থেকে এলাকার মানুষকে রক্ষার জন্য সরকার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।