খবর: (দামুড়হুদায় গণপিটুনিতে দু গরুচোর নিহত)
দশদিন চুরি করো
একদিন ধরা খাও,
রোজ রোজ তাজা বটে
একদিন মরা খাও।
গরু চুরি মোষ চুরি
মোটা মোটা টাকা হয়,
ফের জোরে ছুটে যাও
যেই হাত ফাঁকা হয়।
বেশ ভালো ভালো চলে
ঘটনাটি ফাঁস হয়,
পিটুনির ঠেলা খেয়ে
দুই চোর লাশ হয়।
-আহাদ আলী মোল্লা