স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীর পৃথক দুটি স্থান থেকে দু যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিস্তার গেট সংলগ্ন রাস্তার পাশ থেকে একজন এবং আউচপাড়াস্থ একটি ছয়তলা ভবনের বাথরুম থেকে আরেকজনকে জবাই করা অবস্থায় পাওয়া যায়। শুক্রবার রাত আটটায় লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ড টঙ্গীর ২৯ নং হোল্ডিংয়ের হাজি আসাদুল্লাহ রোডের জনৈক নেয়ামত উল্লাহ ভূইয়ার বাড়ির ছয়তলার বাথরুম থেকে অজ্ঞাত ব্যক্তির (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। বাথরুমে লাশটি জবাই করা অবস্থায় ছিলো। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করা হয়ে থাকতে পারে। বাড়ির মালিক নেয়ামত উল্লাহ সাংবাদিকদের জানান, ১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে তিন ব্যক্তি ছয়তলার একটি ইউনিট ভাড়া নেন। ৩ সেপ্টেম্বর বাড়িতে মায়ের অসুস্থতার কথা বলে তারা চলেও যান। শুক্রবার ওই ইউনিট থেকে পচা লাশের গন্ধ বের হলে পুলিশকে খবর দেয়া হয়। এর আগে সন্ধ্যা সাতটার দিকে পথচারীরা ওই ভবন থেকে পচা লাশের গন্ধ পেয়ে বাড়িটির চারদিকে ভিড় জমায়। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী থানার তিস্তা গেট এলাকায় রেললাইনের কয়েক গজ দূরে অজ্ঞাত যুবকের (২৮) লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় জনতা। সুরতহাল রিপোর্ট শেষে লাশ দুটি গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানায়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।