মাথাভাঙ্গা অনলাইন : মহেশপুরে ভারতীয় রুপিসহ ফারুক হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের ঈসমাইল হোসেনের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, পুলিশ গোপন সাংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার কচুয়ারপোতা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বাড়ি থেকে ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার তার কাছ থেকে দেড় লাখ রুপি ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আটককৃত ফারুক দীর্ঘদিন ধরে ভারতীয় মুদ্রার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।