স্টাফ রিপোর্টার: জামা-কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়েছে চুয়াডাঙ্গা দীননাথপুর পোস্ট অফিসপাড়ার স্কুলছাত্রী নন্না খাতুন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। নন্নাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিউদ্দিনের মেয়ে নন্না খাতুনের একটি হাত বিদ্যুত শকে পুড়ে গেছে। সে মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ রিপোর্ট লেখা পর্যন্ত নন্না অজ্ঞান অবস্থায় ছিলো।