স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুন্দিপুর গ্রামের গৃহবধূ সবেদা খাতুনের মুখে বিষ দিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। জিমজমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে সবেদা খাতুন অভিযোগ করেছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের বেলেরমাঠপাড়ার ভারত উদ্দীন ও রুস্তম আলীর মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এরই প্রেক্ষিতে গ্রামে কয়েকবার সালিসও বসে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে রুস্তম ও তার ভাই সিরাজ বিরোধপূর্ণ জমির আমবাগানে বিষ দিতে যান। এ সময় জমির দাবিদার ভারত উদ্দীনের স্ত্রী সবেদা খাতুন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সবেদা খাতুনের মুখের ভেতরে রুস্তম ও সিরাজ জোরপূর্বক বিষ স্প্রে করে দেন। এতে সবেদা বিষক্রিয়ায় আক্রান্ত হন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।