গাংনী প্রতিনিধি: সতার সাথে নিষ্টার সাথে দায়িত্ব পালন করে জেলেদের সঠিক তালিকা তৈরির আহবান জানিয়েছেন মেহেরপুর গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। গত বৃহস্পতিবার সকালে জুগিরগোফা মৎস্যখামার প্রাঙ্গণে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন। তিনি আরও বলেন, সঠিক তালিকা থাকলে জেলেদের উন্নয়নে সরকার সঠিক পদক্ষেপ নিতে পারবেন।
উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ষোলটাকা ইউপি চেয়ারম্যান সাবদাল হোসেন কালু। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মেজবাহুর রহমান ও বিদায়ী জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশিদ ও গাংনী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।