মাথাভাঙ্গা মনিটর: মে মাসে জিম্বাবুয়ে সফরের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট লড়াইয়ে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। অক্টোবরে হবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি লড়াই। সময়সূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও দু দেশের বোর্ডের আলোচনা শেষে সম্ভাব্য লড়াই শুরু হতে যাচ্ছে ৯ অক্টোবর। সবকিছু ঠিকভাবে চললে ৬ নভেম্বর একমাত্র টি-টোয়েন্টি দিয়ে সিলেট স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক হবে। ওই ম্যাচ দিয়েই শেষ হবে কিউইদের সফর। মূল লড়াই শুরুর আগে ৪ অক্টোবর একটি প্রস্তুতি ম্যাচও খেলবে নিউজিল্যান্ড। এ সূচি আনুষ্ঠানিকভাবে এখনও চূড়ান্ত করা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, তারা নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে একটি সূচি পাঠিয়েছিলো।