সাতক্ষিরায় সংঘর্ষে মৎসজীবি দলের সাধারন সম্পাদক নিহত

 

মাথাভাঙ্গা অনলাইনঃ সাতক্ষীরায় বিএনপি’র দু’গ্র“পের সংঘর্ষে জেলা মৎসজীবি দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আমান নিহত হয়েছেন। শুক্রবার সকালে আহত হওয়ার পরে বিকেলে খুলনার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন জেলা বিএনপি সাধারন সম্পাদকসহ আরও কয়েকজন।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে মঞ্চে আসনগ্রহণ, অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে জেলা বিএপির সভাপতি হাবিবুল ইসলাম গ্রুপ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।-(মাথাভাঙ্গা এম.এম)