বিদ্যুতস্পৃষ্টে চার বছরের শিশু শাকিলের করুণ মৃত্যু

দামুড়হুদার মুন্সিপুরে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে পা দিয়ে ঘটলো বিপত্তি

 

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর গ্রামে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে পা দিয়ে ঘটলো বিপত্তি। বিদ্যুতস্পৃষ্টে চার বছরের শিশু শাকিলের করুণ মৃত্যু হয়েছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর সরদারপাড়ার নুর হকের চার বছর বয়সী শিশু ছেলে শাফিন হোসেন শাকিল গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়িতে খেলা করছিলো। এ সময় প্রতিবেশী ইসমাইল সরদারের বাড়িতে খেলতে গেলে এক ঘর থেকে আর এক ঘরের বিদ্যুত সংযোগ ছিঁড়ে পড়ে থাকা তারে পা লাগলে বিদ্যুতস্পৃষ্ট হয়। সাথে সাথে শিশু শাকিলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও কোনো সুফল হয়নি। কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। বিকেলে স্থানীয় গোরস্তানেই শোকাবহ পরিবেশে শাকিলের লাশ দাফন সম্পন্ন করা হয়।