মাথাভাঙ্গা অনলাইন : হারারেতে জিম্বাবুয়ে-পাকিস্তান প্রথম টেস্টে দুরন্ত ঘোড়ার ন্যায় ছুটছিল স্বাগতিকরা। তারা পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৪৯ রানে অলআউট করে। এরপর বুধবার টেস্টের দ্বিতীয় দিন শেষে তিন উইকেট হাতে রেখে ৩২ রানের লিড নেয়। তখন মনে হচ্ছিল লিডটাকে অরো বড় করবে জিম্বাবুয়ে।
তবে বৃহস্পতিবার টেস্টের তৃতীয় দিন সকালে আজমলের নৈপূণ্যে ৩২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড পায় মাত্র ৭৮ রানের। দলটির পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন ম্যালকম ওয়ালার। ৬৯ রান করেন এলটন চিগম্বুরা ও ৬০ রান আসে সিকান্দার রাজার ব্যাটে।
পাকিস্তানের সাঈদ আজমল ৩২ দশমিক ৩ ওভার বল করে ৯৫ রান দিয়ে সাতটি উইকেট শিকার করেন। দুটি উইকেট পান জুনাইদ খান। আর বাকি উইকেটটি রাহাত আলী