নিরাপত্তার দাবিতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ছাত্রী নার্সদের কর্মবিরতি পালন

 

উজ্জ্বল মাসুদ: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ছাত্রী নার্সরা দু ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। হাসপাতাল ওয়ার্ডে তাদের নিরাপত্তার দাবিতে এ কর্মবিরতি পালন করেন। পুরুষ সার্জারি ওয়ার্ডে গত বুধবার রাতে সিনিয়র স্টাফ নার্স অশ্রুজা তার নাইট ডিউটিতে অনুপস্থিত থাকলে ওই ওয়ার্ডের ছাত্রী নার্স তৃতীয় বর্ষের আরিফা খাতুন তার নিরাপত্তার দাবি তোলেন। পরে গতকাল ছাত্রী নার্সরা ওয়ার্ডে তাদের নিরাপত্তার দাবিতে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত দু ঘণ্টা কর্মবিরতি পালন করেন। এ ব্যাপারে নার্স সুপার ভাইজার ফেরদৌস আরা গিনি বলেন বুধবারে পুরুষ সার্জারি ওয়ার্ডে সিনিয়র স্টাফ নার্স অশ্রুজার নাইট ডিউটি ছিলো। কিন্তু তিনি আমাদেরকে অবহিত না করেই ওয়ার্ডে অনুপস্থিত থাকেন। ফলে ছাত্রী নার্স আরিফা ওয়ার্ডে একা হওয়ায় নিরাপত্তার প্রশ্ন তুলে ডিউটিতে অস্বীকৃতি জানায়। ছাত্রী নার্সরা কর্মবিরতি শুরু করলে আগামী শনিবার বিষয়টি সমাধানের আশ্বাস দিলে দু ঘণ্টা কর্মবিরতির পর তারা পুনরায় কাজে যোগ দেন।