দিনাজপুরে অ্যাসিড নিক্ষেপে এক গৃহবধূ নিহত

 

স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় এসিড নিক্ষেপের ফলে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত গৃহবধূটি হলো বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামের বাসিন্দা বাহাদুর হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজানুর হক জুয়েলের স্ত্রী নাসরিন বেগম ফেন্সি (৪০)। এ বিষয়ে জুয়েলের আরেক স্ত্রী আমেনা বেগমসহ (২৯) দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর পুলিশ সুপার সারোয়ার মুরশেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারসূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় নিজ শয়নকক্ষে ফেন্সি ও স্বামী স্কুলশিক্ষক জুয়েল ঘুমান। গত বুধবার রাতে কে বা কারা ঘরের বেড়া কেটে তাদের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। ফেন্সি ও তার স্বামী জুয়েলের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করে ঠাকুরগাও সদর হাসপাতালে স্বামী-স্ত্রী দুজনকেই ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে স্ত্রী ফেন্সির মৃত্যু হয়। ফেন্সির নিহত হওয়ার পর জুলের আরেক স্ত্রী আমেনা বেগম (২৯) ও ফেন্সির স্বামী জুয়েল রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।