দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুধপাতিলার কালুকে আটক করেছে। কালুসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন রশিক শাহ’র মাজারের সামনে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যরা আকন্দবাড়িয়া থেকে দর্শনার অভিমুখে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করেন। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মোটরসাইকেলচালক কালুর দেহতল্লাশি চালিয়ে কোমল পানীয়র বোতলে থাকা তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার কাছ থেকে আরও উদ্ধার করা হয়েছে কালো রঙের নম্বরবিহীন ফ্রিডম মোটরসাইকেল। কালুকে জিজ্ঞাসাবাদে আরও দুজন ফেনসিডিলকারবারীর কথা স্বীকার করেছে। এ ঘটনায় হাবিলদার জিল্লুর রহমান বাদী হয়ে গতকাল রাতে দামুড়হুদার হাউলীর ইউনিয়নের বড়দুধপাতিলা বসতিপাড়ার নুর মোহাম্মদের ছেলে আটককৃত কালু (২৭), বহুল আলোচিত আকন্দবাড়িয়া ফার্মপাড়ার আব্দুর রহমানের ছেলে জনি ও তামালতলাপাড়ার সরোয়ার হোসেনের ছেলে রানার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।