খবর: (সরোজগঞ্জ পুলিশের বিরুদ্ধে উৎকোচ নেয়া অভিযোগ)
পুলিশ অনেক ক্ষমতাধর
নেতার চেয়ে বেশি-
শক্ত মেলা পেশি
ওদের সাথে তাই কোরো না
মোটেও রেষারেষি।
ঘুষ নিলে দাও উৎকোচ দাও
করবে নাকো ক্ষতি
নইলে মতিগতি-
পাল্টে ফেলে জেলে দেবে
হও না যতোই সতী।
উনি খাবেন দেখে দেখে
কোনটা ছোট বড়ো
তোমরা যদি নড়ো-
মামলা দিয়ে করবে সাইজ
কলমা যতোই পড়ো।
-আহাদ আলী মোল্লা