গাংনীর নওদাপাড়া চার বাড়িতে ডাকাতি : ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে বুধবার রাতে চার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। অস্ত্রধারী একদল ডাকাত সোনার গয়নাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয়সূত্রে জানা গেছে, রাতে ৮/১০ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ওই গ্রামের আবুল হোসেনের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে। একে একে আবুল হোসেনের ভাই গোলাম হোসেন ও বিল্লাল হোসেন এবং গোলাম হোসেনের ছেলে সোহেল রানার বাড়িতে হানা দেয়। ১১ ভরি সোনার গয়না, নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।